রাজবাড়ী সদর থানা দিন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে সদর থানাধীন ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন ভবানীপুর গ্রামের আফিয়া পোল্ট্রি ফিডের সামনে পাকা রাস্তার উপর থেকে মো. সাব্বির হোসেনকে (২০) পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।