রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১১ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে।
জেলার পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি টিম গতকাল ১ আগস্ট রাত ৮টার সময় রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর নতুন মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক মিলন কসাইর বাড়ির আঙিনা থেকে মো. তৌহিদ শেখ ওরফে তৌহিদ কসাই (৩৫) ও মো. মিলন শেখ ওরফে দাঁত ভাঙ্গা মিলন (৩৪) নামের দুজন মাদক কারবারিকে ১১৫ পুরিয়া হেরোইনসহ আটক করে।
উদ্ধার হেরোইনের ওজন ১১.৫ গ্রাম এবং বাজার মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
সিডিএমএস যাচাই করে দেখা গেছে, আটক তৌহিদ কসাইর বিরুদ্ধে আগে ১০টি এবং দাঁত ভাঙ্গা মিলনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।