রাজবাড়ীর কালুখালীতে ৩৯০টি ইয়াবা বড়িসহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। কালুখালী থানার পুলিশ ওই থানাধীন খামারবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই থানার এসআই মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ খামারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৯০টি ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জরিফকে (২৮) গ্ৰেপ্তার করেন। জরিফ কালুখালী থানাধীন বড় বাংলাট গ্ৰামের মৃত সমেজ শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।