রাজবাড়ীতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ ঘাট থানা এলাকা থেকে ১৪ মার্চ (মঙ্গলবার) ও ১৫ মার্চ (বুধবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. কাজল শেখ (৩০), মো. বাদল প্রধান (৪২), সোহেল সর্দার (৩০), মো. ছমির সরদার, মো. ইব্রাহীম শেখ (৩০) ও মো. সেলিম শেখ (৩৬)।
জেলা পুলিশ জানায়, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ১৪ মার্চ বেলা ২টার দিকে থানার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মাদক কারবারি কাজল শেখকে পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। তাঁর ২ ঘণ্টার মধ্যে একই এলাকা থেকে গ্রেপ্তার হয় মাদক কারবারি বাদল প্রধান। তাঁর কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে পোড়াভিটা এলাকা থেকেই সোহেল সর্দার ও ছমির সরদারকে ১০ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এর ১৫ মিনিটের মধ্যে দৌলতদিয়া গরম খাঁর গেট এলাকা থেকে ২০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ইব্রাহীম শেখকে। এরপর ১৫ মার্চ সকাল সোয়া ৯টার দিকে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৩ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি সেলিম শেখকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পাঁচটি মামলা হয়েছে।