রাজবাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বালিয়াকান্দি থানা এলাকা থেকে ২৯ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. নাছিরুল বিশ্বাস (৪৫)। তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা-পুলিশের একটি দল থানার জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে নাছিরুলকে ৪০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে।