রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে। রাজবাড়ী সদর থানা এলাকা থেকে ৯ আগস্ট সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল রানা (৩২)। তাঁর কাছ থেকে জব্দ করা গাঁজার আনুমানিক দাম ৩০ হাজার টাকা।
জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ৯ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে।