রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৫০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ মে) বিকেলে সদর থানাধীন সজ্জনকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি অনিক খানের (২০) বিরুদ্ধে ছয়টি মামলা আদালতে বিচারাধীন।
ডিবি রাজবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, তাঁর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।