রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। রাজবাড়ী সদর থানা এলাকা থেকে ২২ মার্চ (বুধবার) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. কাশেম মন্ডল (৬৫), মো. শরিফুল ইসলাম সরদার (৩৫), মো. মুরশীদ শেখ (৪১) ও মো. মিরাজ সরদার (২৬)।
রাজবাড়ী জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ২২ মার্চ রাত ১১টার দিকে রাজবাড়ী সদর থানার রামকান্তপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা, ৫০ পুরিয়া হেরোইনসহ কাশেম, শরিফুল, মুরশীদ ও মিরাজকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে কাশেমের বিরুদ্ধে একটি এবং শরিফুলের বিরুদ্ধে মাদকসহ দুটি মামলা রয়েছে।