রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) দুপুরে গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন রাজবাড়ী সদর থানা এলাকার মো. আলমগীর বেপারী (৪২) এবং গোয়ালন্দ ঘাট থানা এলাকার মোছা. আনজুমান খাতুন (২৫)।
রাজবাড়ী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হেরোইনসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।