রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২০০টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। রাজবাড়ী সদর থানা এলাকা থেকে ১২ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. রাসেল তপেদার (৩১)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী সদর থানার দাদসী ইউনিয়নের আগমারাই এলাকায় অভিযান চালিয়ে ২০০টি ইয়াবাসহ রাসেলকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। এর আগে রাসেলের বিরুদ্ধে আরও আটটি মামলা রয়েছে।