রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ২ জনকে।

রাজবাড়ীর সদর থানার পুলিশ গতকাল রোববার অভিযান চালিয়ে ৩০০ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মো. মেহেদী হাসান ফোর্স নিয়ে সদর থানাধীন কল্যাণপুর গ্রামের নতুন রাস্তায় জনৈক মো. জব্বার মোল্ল্যার মুদিদোকানের পশ্চিম পাশ থেকে মো. ইমন হাসান রনি (৩০) ও মো. জাকির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।