রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ৫ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ (ডিবি)।শাহবাগের হজরত গোলাপ শাহ (র.) জামে মসজিদের সামনের রাস্তা থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার দুজন হলেন মো. সিরাজুল ইসলাম ইমরান ও মো. মাহফুজুর রহমান।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম। তিনি জানান, মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ পাওয়া যায় যে শাহবাগের হজরত গোলাপ শাহ (র.) জামে মসজিদের সামনের রাস্তা কয়েকজন মাদক কারবারি ইয়াবাসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ও মাহফুজুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়েরের পর ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে।