রাজধানীর বেশ কিছু এলাকায় পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য ১ অক্টোবর (শনিবার) প্রায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসলাইনের জরুরি কাজের জন্য বেলা ২টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার ও বাড্ডা খিল বাড়িরটেক এলাকায় সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্যাস সরবরাহ বন্ধ রাখায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।