রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। উত্তরার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড থেকে ৫ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার তিন আসামির নাম মো. শাকিল, রায়হান হোসেন ও মো. সজিব ইসলাম।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস জানান, ৫ জুলাই দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে ফুড পান্ডার একজন ডেলিভারিম্যান ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি চাপাতির একটি কোপ খাওয়া সত্ত্বেও অত্যন্ত সাহসিকতার সঙ্গে ছিনতাইকারীদের একজনকে মোটরসাইকেল থেকে ফেলে দেন এবং বুদ্ধিমত্তার মাধ্যমে তাদের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। এরপর তাঁর চিৎকারে আশপাশের লোকজন, সিকিউরিটি গার্ড ও টহল পুলিশ এসে ওই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে চারটি মুঠোফোন, একটি চাপাতি, একটি ব্যাগ ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।