জধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন সুমি আক্তার ওরফে পারুল ও তানিয়া আক্তার ওরফে পায়েল। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার। তিনি জানান, গতকাল শনিবার রাত আটটার দিকে শাহজাহানপুর টিটি পাড়া এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ সুমি ও তানিয়াকে গ্রেপ্তার করা হয়।
এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে তথ্য আসে যে কিছু মাদক ব্যবসায়ী গণ পরিবহণে ইয়াবা নিয়ে ঢাকা শাহজাহানপুর আসছে। এমন তথ্যের ভিত্তিতে শাহজাহানপুর টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এই দুজনকে গ্রেপ্তার করা হয়।’
পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার জানান, এ ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা করা হয়েছে। দুই আসামিকে আদালতে নেওয়া হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদ 
- নিখোঁজ রিফাতকে পরিবারের কাছে ফিরিয়ে দিল উত্তরখান থানা-পুলিশ
- মতিঝিলে মোটরসাইকেলে ছিনতাই করে পালানোর সময় দুজন গ্রেপ্তার
- মোহাম্মদপুরে ছিনতাইকারীসহ ২২ অপরাধী গ্রেপ্তার
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
- নারায়ণগঞ্জ নৌ পুলিশের অভিযানে গুম ও ছিনতাই চক্রের সাতজন গ্রেপ্তার
- অপারেশন ডেভিল হান্ট : খুলনা শহরে ১৬ জন গ্রেপ্তার
- আড়ংঘাটা থানার অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার
- সোনাডাঙ্গায় ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
- বৈষম্যবিরোধী আন্দোলনের অজ্ঞাত ৮ শহীদের তথ্য চায় পুলিশ
- এক লাখ মিটার জাল পোড়াল নরসিংহপুর নৌ পুলিশ