রাজধানীর রমনা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন ও মো. আল-আমিন। খবর ডিএমপি নিউজের।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ মহতারিম জানান, শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় রমনা থানার মগবাজার মোড়ের জনতা ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর থেকে ২০ কেজি গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিকআপও উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা এসব গাঁজা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সরবরাহ করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন। রমনা মডেল থানার দায়ের করা মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদ 
- নারায়ণগঞ্জ নৌ পুলিশের অভিযানে গুম ও ছিনতাই চক্রের সাতজন গ্রেপ্তার
- অপারেশন ডেভিল হান্ট : খুলনা শহরে ১৬ জন গ্রেপ্তার
- আড়ংঘাটা থানার অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার
- সোনাডাঙ্গায় ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
- বৈষম্যবিরোধী আন্দোলনের অজ্ঞাত ৮ শহীদের তথ্য চায় পুলিশ
- এক লাখ মিটার জাল পোড়াল নরসিংহপুর নৌ পুলিশ
- বেলতলী নৌ পুলিশের অভিযানে ২৪ লাখ টাকার জাল জব্দ
- মাঝিরঘাট নৌ পুলিশের অভিযানে বিপুল জাল ধ্বংস
- লক্ষাধিক মিটার জাল জব্দ করল চরজানাজাত নৌ পুলিশ
- আকবর হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার পল্লবী থানার