রাজধানীর রমনা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন ও মো. আল-আমিন। খবর ডিএমপি নিউজের।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ মহতারিম জানান, শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় রমনা থানার মগবাজার মোড়ের জনতা ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর থেকে ২০ কেজি গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিকআপও উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা এসব গাঁজা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সরবরাহ করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন। রমনা মডেল থানার দায়ের করা মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
- ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কেএমপির মামলা
- বর্ণাঢ্য চাকরিজীবন শেষে অবসরে এসবিপ্রধান মো. শাহ আলম
- ফেসবুকে প্রতারণার ফাঁদে নারী, পিরোজপুর জেলা পুলিশের তৎপরতায় টাকা উদ্ধার
- ছাতক থানার অভিযানে ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ
- বিপুল ভারতীয় চিনিসহ তিনজনকে গ্রেপ্তার ছাতক থানার
- ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ট্রাফিক বিভাগের মামলা
- কুড়িগ্রাম জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
- হাতিরঝিল থানার অভিযানে ৩ অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত উদ্ধার
- সুশীল হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার রাজবাড়ী জেলা পুলিশের
- জাতীয় জরুরি সেবা পরিদর্শনে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা