রাজধানীতে অভিযান চালিয়ে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১ এপিবিএন) দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকা থেকে ২১ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের নাম মো. আহাম্মদ আলী (৩৫) ও মো. শাহেদ (৪৫)।
১ এপিবিএন, উত্তরা, ঢাকা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ এপিবিএনের একটি দল ২১ মার্চ দিবাগত রাতে ডিএমপির কদমতলী থানার রাজাবাড়ী মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আহাম্মদ আলীর কাছ থেকে ২০০টি ইয়াবা এবং শাহেদের কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।