ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা এলাকায় ১ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), উত্তরা অভিযান চালিয়ে ১৫৩ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ।
গ্রেপ্তার আসামির নাম মোছা. সোনিয়া (৩৩) ।
১ এপিবিএন, উত্তরা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি টিম সবুজবাগ থানাধীন দাসপাড়া দক্ষিণগাঁও ইসলামী ব্যাংক বালাদেশ লিমিটেডের ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় সোনিয়া মাদক বিক্রি করছিলেন। এরপর তাঁকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ১৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১ এপিবিএন জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সবুজবাগ থানার এএসপি মতিউর রহমান মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদক কারবারি জানান, ভাড়া বাসায় তিনি তাঁর সহযোগীদের নিয়ে নিয়মিত মাদকের আসর পরিচালনা করতেন। তার আসরে বিভিন্ন সংস্থার লোকজন যাতায়াত করতেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।