রাজধানীতে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১২ এপিবিএন) অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানা এলাকা থেকে ৬ মার্চ (বুধবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. দেলোয়ার হোসেন সরকার (৫২)। তিনি সিআর মামলা নং-১২৭/১৩-এর ওয়ারেন্টভূক্ত আসামি।
১২ এপিবিএন, উত্তরা, ঢাকার অধিনায়কের কার্যালয় জানায়, ১২ এপিবিএনের একটি দল ৬ মার্চ রাজধানীর উত্তরখান থানার শাহ কবির মাজার এলাকা থেকে সিআর মামলা নং-১২৭/১৩-এর পরোয়ানাভূক্ত আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করেছে। তাঁকে সূত্রাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।