রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র্যাব। ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোরে অভিযানটি চালায় র্যাব-২-এর একটি দল। খবর বিডিনিউজের।
র্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর ভোরে বাড়িটি ঘিরে ফেলেন র্যাব সদস্যরা। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। ওই বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, উগ্র মতাদর্শের বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান আ ন ম ইমরান খান।