ডিএমপি হেডকোয়ার্টার্স। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাঁদের হেফাজত থেকে ২ হাজার ৪৭১টি ইয়াবা বড়ি, ২৭ কেজি ১৮৫ গ্রাম গাঁজা, ৬৭ গ্রাম হেরোইন ও ২৬৯টি ক্যান বিয়ার জব্দ করা হয়।

ডিএমপি নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।

print