রাজধানীর কোতয়ালি মডেল থানা এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ (ডিবি)। কোতয়ালি মডেল থানার আহসান উল্লাহ রোড এলাকা থেকে ১৮ মার্চ (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার দুই মাদক কারবারির নাম মো. ইকবাল হোসেন ও মো. নূরনবী। তাঁদের কাছ থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম জানান, কয়েকজন মাদক কারবারি কোতয়ালি মডেল থানার আহসান মঞ্জিল গেট সংলগ্ন ফলের আড়তের সামনে ফেনসিডিল সরবরাহের জন্য আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ১৮ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে ওই জায়গায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ইকবাল ও নূরনবীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।