রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার দিবাগত রাতে ফুটপাতে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। মিরপুর ও ভাষানটেক এলাকায় এই অভিযান চালানো হয়। খবর প্রথম আলোর।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন (২৯), মো. হেলাল (৩৩), সোহেল রানা (২৮) ও মো. শাহীন।
র্যাব জানায়, ফুটপাতের দোকান থেকে ছয়–সাতজনের একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। তারা প্রতি দোকান থেকে ২০০–৩০০ টাকা চাঁদা নিত।
টাকা না দিলে ভয়ভীতি দেখানোসহ মেরে ফেলার হুমকি দেওয়া হতো।
র্যাব–৪–এর সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মিরপুর ও ভাষানটেক থানায় মামলা করা হয়েছে।