জব্দ করা ইয়াবা বড়ি। ছবি: ডিএমপি

রাজধানীর স্বামীবাগ রোড থেকে ৩ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানা-পুলিশ।

ডিএমপি জানায়, গতকাল শনিবার (৫ মার্চ) স্বামীবাগ রোডের সাহেব বাজার মহল্লা থেকে আসামি সোহেল হোসেনকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে গেন্ডারিয়া থানার নারিন্দা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন জানান, শনিবার রাতে ঘটনাস্থলে চেকপোস্ট করাকালীন রিকশার এক যাত্রীকে সন্দেহ হয়। পরবর্তী সময়ে তাকে তল্লাশি করে ৩ হাজার ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। আসামি সোহেল হোসেনের বিরুদ্ধে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় দুটি মামলা রয়েছে।

ওসি আরও জানান, গেন্ডারিয়া থানায় মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।