রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ২৫০০ বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জানে আলম ওরফে জনি, জসিম উদ্দিন ও মো. আলিনুর। গতকাল বিকেল ৪টা ৩৫ মিনিটে রমনার বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে অভিযান চালানো হয়। অভিযানে জনি, জসিম উদ্দিন ও আলিনুর নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫০০ ইয়াবা বড়ি। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করা হয়েছে।
গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হকের নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।