রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ (ডিবি)। ২ নভেম্বর (বুধবার) রাত সোয়া ৯টার দিকে সবুজবাগ থানা বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা খিলগাঁও জোনাল টিম। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার আসামিদের নাম আমির হোসেন, মো. আল মামুন সাঈদী, মো. রবিউল ও মো. ফয়সাল।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহিদুর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানার বালুর মাঠ এলাকায় ডায়াবেটিক সমিতির সামনে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে।