রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৯ হাজার ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।
ডিএমপি জানায়, বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে মতিঝিল ইনার সার্কুলার রোড এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. মোক্তার হোসেন, মোছা. লায়লা আক্তার সোনিয়া ও মোছা. আম্বিয়া খাতুন।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, মোক্তার হোসেন ও লায়লা আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁরা পরস্পর যোগসাজশে কক্সবাজার থেকে আম্বিয়ার মাধ্যমে ইয়াবা বড়ি ঢাকায় নিয়ে আসতেন। এরপর কৌশলে ঢাকা মহানগর, গাজীপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন।
মতিঝিল থানায় মামলা করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।