রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ (ডিবি)। ২৫ এপ্রিল (সোমবার) বেলা সোয়া একটার দিকে অভিযানটি পরিচালিত হয়। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার আসামিদের নাম মুজিবুল হুদা ওরফে শাকিল ও মো. মাসুদ ওরফে সজল।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, ২৫ এপ্রিল ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ পাওয়া যায়, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় এলাকায় দুজন ব্যক্তি ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বেলা সোয়া একটার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রাচীর-সংলগ্ন ফুটপাতে দুজন লোক ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
ডিএমপির মতিঝিল থানায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস।