রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। খবর ডিএমপি নিউজের।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে ২০ জানুয়ারি (শুক্রবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ১ হাজার ৩১১টি ইয়াবা, ২০৩ দশমিক ৯ গ্রাম হেরোইন, ২৮ কেজি ২২৫ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।