রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। খবর ডিএমপি নিউজের।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ছয়টা থেকে ১১ সেপ্টেম্বর (রোববার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৪ হাজার ৮০৮টি ইয়াবা, ১০৯ দশমিক ৬ গ্রাম হেরোইন ও ৩৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।