রাজধানীর এয়ারপোর্ট এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ সোমবার (১১ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় এই জরিমানা আদায় করা হয়।
এপিবিএন জানায়, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এয়ারপোর্ট এলাকায় দুটি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।