এক গাড়িচালকের কাগজপত্র যাচাই করা হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর কামারপাড়া, হাউজবিল্ডিং, এয়ারপোর্ট গোলচত্বর ও আব্দুল্লাহপুর এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (৭ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় এই জরিমানা আদায় করা হয়।

১১ এপিবিএন জানায়, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে কামারপাড়া, হাউজবিল্ডিং, এয়ারপোর্ট গোলচত্বর ও আব্দুল্লাহপুর এলাকায় চারটি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।