রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে ২৯ জানুয়ারি (শনিবার) তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন মো. খালেদ হাসান শিবলু, মো. নুরুল আলম সুমন ও মো. জহিরুল ইসলাম।
গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম জানান, ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে জানা যায় যে যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচা করতে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ খালেদ, সুমন ও জহিরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।