
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে রাঙ্গামাটিতে পুলিশের উদ্যোগে দরিদ্র ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কোতয়ালী থানা প্রাঙ্গণে রাঙ্গামাটি শহরের মাদ্রাসার ছাত্র, অসহায় ও নিম্নবিত্ত ২০০ জনের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
এ ছাড়াও রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতিটি থানা, ফাঁড়ি ও ক্যাম্পে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সব কর্মসূচিতে রাঙ্গামাটি জেলা পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।