রাঙামাটিতে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উত্তরা ইউনিটের অভিযানে ১২ লিটার চোলাই মদসহ এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে রাঙামাটির কোতোয়ালি থানা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মোছা. শাহানাজ বেগমের (৪৫) বাড়ি লক্ষ্মীপুর সদর থানা এলাকায়।
এপিবিএন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ লিটার চোলাই মদসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে রাঙামাটির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।