পবিত্র রমজান উপলক্ষে গরিব ও অসহায় ব্যক্তিদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্দেশ্য ‘রমাদান ফুড বাস্কেট-২০২৩’ নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রোববার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে আড়ংঘাটা প্রাইমারি স্কুল পুরাতন থানার সামনে মাহমুদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বিপিএম-সেবা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, চেয়ারম্যান ৫ নম্বর আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ দিঘলিয়া এসএম ফরিদ আক্তার, আড়ংঘাটা থানার ওসি ওয়াহিদুজ্জামানসহ অনেকেই।