জব্দকৃত ইয়াবা বড়ি। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর রমনা এলাকা থেকে ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ (ডিবি)। তাঁরা হলেন, মোঃ মামুন মিয়া ও মোছাঃ সুমি আক্তার ওরফে সুমি ওরফে মৌসুমী। খবর ডিএমপি নিউজের।

গতকাল শনিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে আসামিদের গ্রেপ্তার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্বে দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, কিছু মাদক কারবারি রমনা মডেল থানার সিদ্ধেশ্বরী রোডের ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্টের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

হাবিবুর রহমান আরও বলেন, এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।