রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পরশুরাম থানা-পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) রাতে পরশুরাম থানাধীন চব্বিশ হাজারী গ্রাম থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. সাগর মিয়া (২২) গাইবান্ধার পলাশবাড়ী থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।