রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল, ২ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টার সময় জেলার ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজার কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার পাশে কাকিনার দিক থেকে আসা যাত্রীবাহী অটোবাইক আটক করে। এরপর অটোবাইকের পেছনের সিটে বসা যাত্রীবেশী মাদক কারবারি মো. মনিরুল ইসলাম (৩৫) ও মো. ইয়াছিনের (২২) দেহ তল্লাশি করা হয়। এ সময় ১ নং অভিযুক্তের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতরে রক্ষিত অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল ও ২টি প্যাকেটের প্রতি প্যাকে ১ কেজি করে মোট ২ কেজি গাঁজা জব্দ এবং ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তাঁদের বিরুদ্ধে গংগাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।