
রংপুর আন্তরেঞ্জ ইনডোর গেমস, দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। একই সঙ্গে রানারআপ ও তৃতীয় স্থান অর্জন করেছে জেলা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রোববার (১৪ জুলাই) কুড়িগ্রাম পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিল শেডে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কুড়িগ্রাম পুলিশ লাইনসের কনস্টেবল মো. শাহজাহান। রানাআপ হয়েছেন রাজারহাট থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান। তৃতীয় হয়েছেন রিজার্ভ অফিসের কনস্টেবল মো. ফারুক হোসেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
পুরস্কার হিসেবে একটি মেডেল, একটি ক্রেস্ট এবং ৫ হাজার ও ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে বিশেষ মেডেল দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, পুলিশ লাইনসের আরআই কাজী আকির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।