রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে অপহৃত এক শিশুসহ তার অপহরণকারীদের গ্রেপ্তার করেছে।
আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর কোতোয়ালি থানার গণেশপুরের সিটি পাবলিক স্কুলের শিক্ষার্থী মো. তিতুমীর (৮) তার বাসার সামনে থেকে ১৫ জানুয়ারি সকালে নিখোঁজ হয়। ওই দিনই তার বাবা মো. খায়রুল আলম (৪৬) কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে খায়রুলের মোবাইল ফোনে এক অপহরণকারী ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিষয়টি পুলিশকে জানালে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহরণকারীকে চিহ্নিত ও গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্কুলছাত্র তিতুমীরকে কোতোয়ালি থানার টার্মিনাল মাস্টারপাড়ায় আসামির বাসা থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি অপহরণ ও মুক্তিপণ দাবি করার ঘটনা স্বীকার করেছে। এ ঘটনায় ওই আসামিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।