রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পুলিশ কমিশনার মো. কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)মো. সাজ্জাদ হোসেনের অপারেশন পরিকল্পনায় একটি দল রংপুর কোতোয়ালি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে উক্ত থানার ১৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ব্যাংক মোড়ে অবস্থিত সিঙ্গার শোরুমের সামনে থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (২৬ নভেম্বর) আরপিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. নুরন্নবী ওরফে লিটন (৪২); তিনি জেলার গঙ্গাচড়া থানার মাস্টারপাড়া বড়বিল এলাকার বাসিন্দা।
আরপিএমপি জানায়, গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।