কিশোরগঞ্জের হোসেনপুর থানার পুলিশ অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
হোসেনপুর থানার এসআই (নিরস্ত্র) সুশান্ত চন্দ্র সরকারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ জুন দীর্ঘদিনের পলাতক আড়াই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. রবিউল ইসলাম রানাকে (৩৫) গাজীপুর জেলার টঙ্গী মিরাশপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
আসামি রবিউল হোসেনপুর থানার গড়মাছুয়া এলাকার মো. আমান উল্লাহর ছেলে।
আসামিকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।