যুবলীগ নেতা শিমুল হোসেন (৪৯) হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি দা।
শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন যশোরের কোতোয়ালি থানা এলাকার মো. বুলবুল হোসেন (৪৮) ও মো. নাঈম হোসেন (২৫)।
পিবিআই যশোরের ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম জানান, ভুক্তভোগী শিমুল সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গেও জড়িত। তাঁর বাড়ি সদর উপজেলার গোবিলা গ্রামে। গ্রেপ্তার দুজনও একই গ্রামের বাসিন্দা।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, পূর্বশত্রুতার জেরে গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে শিমুলকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।