মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে শনিবার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহাম্মদকে (৭০) গ্রেপ্তার করেছে র্যাব-৩। খবর বাংলাদেশ জার্নালের।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার নুরের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ১৯৯৯ সালে ১টি হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করছিলেন।
২০১২ সালে আদালত নুরের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দেন।
গ্রেপ্তার নুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।