জাফলং থেকে সিলেট শহরগামী একটি যাত্রীবাহী বাস থেকে শটগানের ১০৫টি গুলি উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানা-পুলিশ। বাসটি জব্দ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য চালক ও সহকারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) নগরীর বটেশ্বর এলাকায় ওই বাসে তল্লাশি চালিয়ে এসব গুলি জব্দ করা হয়।
শাহপরাণ (রহ.) থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মালামাল রাখার বাক্সে একটি ব্যাগের ভেতর থেকে শটগানের ১০৫টি গুলি জব্দ করা হয়। তবে ব্যাগটির মালিককে খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক, সহকারী ও যাত্রীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।