রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা-পুলিশ।
তাঁর নাম গফুর আহম্মদ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। খবর ডিএমপি নিউজের।
অভিযানে নেতৃত্ব দেওয়া যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া ব্রিজের পূর্ব ঢাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ গফুরকে গ্রেপ্তার করা হয়। ওই সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।