রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১১ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।
ডিএমপি জানায়, সোমবার (১ আগস্ট) বিকেলে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ বিশ্বরোড জামে মসজিদ এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. শাওন, মো. গিয়াস উদ্দিন ওরফে মামুন ও মোসা. রিকু আক্তার।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজা ও ফেনসিডিসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।