রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ এই অভিযান চালায়। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার নারীর নাম মুন্নি বেগম। তিনি মাদক ব্যবসায় জড়িত। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রাজধানীর গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ মুন্নিকে গ্রেপ্তার করা হয়। মুন্নি সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।