জব্দকৃত ইয়াবা বড়ি। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা-পুলিশ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামির নাম নয়ন তঞ্চগ্যা। তাঁর কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) জানান, আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালীস্থ পচা ডোর সেন্টারের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ নয়নকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।